ওমরাহ পালনের নিয়মাবলীঃ ওমরার ফরয দুইটিঃ ১. ইহরাম বাঁধা। ২. তাওয়াফে যিয়ারাহ করা। ওমরার ওয়াজিব দুইটিঃ ১. সাফা মারওয়াহ সায়ী করা। ২. মাথা মুন্ডানো/কামানো। কা’বা শরীফের চারপাশের পরিচিতি বায়তুল্লাহর দোয়া কবুলের স্থান সমূহ হাতিম মুলতাজাম কা’বাঘরের দরজা মিজাবে রহমত মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদ জমজম কুপ রুকনে ইয়ামিনি সাফা ও মারওয়ার মাঝখানের সবুজবাতি সাফা পাহাড় মক্কার ঐতিহাসিক স্থান সমূহঃ জাবালে নূর বা হেরা গুহা জাবালে সউর জাবালে রহমত জাবালে আবি কুবায়ছ জাবালে মালাইকা বা ফেরেশতাদের পাহাড় মসজিদে নামিরা মসজিদে মাশাআারে আল হারাম মসজিদে খায়েফ মসজিদে জীন মসজিদে রায়াহ মসজিদে সাজারা মসজিদে আয়েশা আরাফাহ মুজদালিফা মিনা নহরে যোবাইদা ওয়াদিয়ে মুহাসসার ইসমাইল (আঃ) কে কুরবানী দেওয়ার স্থান জামারাহ্ জান্নাতুল মুয়াল্লা, মক্কা জীবন্ত কন্যাদের কবরস্থান বদর প্রান্তর রাসুল (সাঃ) এর বাড়ী আম্মাজান খাদিজা (রাঃ) এর কবরস্থান (জান্নাতুল মুয়াল্লা) মসজিদে নববীর ঐতিহাসিক স্থানসমূহ রাসুল (সাঃ) এর রওজা মোবারক মসজিদে নববীর সবুজ গম্বুজ হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) রওজা মোবারক হযরত ওমর ফারুক (রাঃ) রওজা মোবারক রিয়াদুল জান্নাহ মসজিদে নববীর মেহরাব মসজিদে নববীর মিম্বার মুসল্লান নাবী (সাঃ) রাসূলের নামাজে দাঁড়ানোর জায়গা। উস্তওয়ানা হান্নানাহ উস্তওয়ানা হান্নানাহ উস্তওয়ানা আয়েশা উস্তওয়ানা আয়েশা উস্তওয়ানা আবু লুবাবা উস্তওয়ানা আবু লুবাবা উস্তওয়ানা ছারীর উস্তওয়ানা ছারীর উস্তওয়ানা হারস উস্তওয়ানা হারস উস্তওয়ানা উফুদ উস্তওয়ানা উফুদ আসহাবে সুফফা জীব্ররীল গেইট মদিনার ঐতিহাসিক স্থান সমূহ জাবালে ওহুদ বা ওহুদ পাহাড় মসজিদে কুবা মসজিদে কিবলাতাইন মসজিদে জুম্মা মসজিদে ফাতিমা খন্দকের যুদ্ধের স্থান, মদিনা সালমান ফারসি মসজিদ, মদিনা মসজিদে গামামা আবুবকর মসজিদ, মদিনা আলি মসজিদ, মদিনা ওসমান গনি মসজিদ, মদিনা বেলাল মসজিদ, মদিনা জান্নাতুল বাকি, মদিনা রাসুল (সাঃ) এর জীবদ্দশায় মসজিদে নববীর (১০০হাত) মূল সীমানা।