চেয়ারম্যানের বার্তা

পবিত্র হজ্জে গমনেচ্ছু সম্মানিত আল্লাহর মেহমানগন:
হজ্জ একটি আর্থিক, শারীরিক শ্রম সাধ্য ইবাদত তাই দেখে, শুনে, বুঝে সঠিক সিদ্ধান্ত নিন। পবিত্র হজ্জ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম স্তম্ভ। আর্থিক সচ্ছল, শারীরিকভাবে সুস্থ ও প্রাপ্ত বয়স্ক প্রতিটি মুসলিম নর-নারীর জন্য জীবনে একবার হজ্জ করা ফরয। আপনি যদি সামর্থ্যবান হন, তাহলে বিলম্ব না করে হজ্জ পালন করার নিয়ত করে নিন। দুনিয়ার কোলাহল থেকে মুক্ত হয়ে রাব্বুল আলামীনের কাছে নিজেকে সমার্পন করার এটাই সর্বোত্তম সুযোগ, তাই পবিত্র হজ্জ সহীহ শুদ্ধভাবে আদায় ও নির্বিগ্নে এবাদত করার জন্য অভিজ্ঞ গাইড ও উন্নত ব্যবস্থাপনা থাকা একান্ত আবশ্যক। আল্লাহর অশেষ রহমতে আমাদের ট্রাভেলস এজেন্সী দীর্ঘদিন ধরে হাজী সাহেবগণকে আবাসিক ব্যবস্থাপনাসহ সুনামের সাথে সর্ব প্রকার সেবা প্রদান করে আসছে।
বিগত বছর যে সকল সম্মানিত হাজী সাহেবগণ হজ্জে গমন করেছিলেন তারা আমাদের আন্তরিকতাপূর্ণ সেবায় সহী শুদ্ধভাবে হজ্জ পালন করে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহর ঘরের মেহমানদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এ বছর ৩ টি ক্যাটাগরিতে হজ্জ প্যাকেজ প্রোগ্রামের ব্যবস্থা করেছি। আপনাদের সেবা করার সুযোগ পেলে আমি সহী ও সুন্দরভাবে সর্বােত্তম সহযোগীতা করতে পারবো, ইনশাআল্লাহ।
মা-আসসালাম
আলহাজ্ব মোঃ কামরুজজামান (বাবু)
স্বত্বাধিকারী
মুসাব ট্রাভেলস
হজ্জ আপনার আমরা সাহায্যকারী
বিশেষ পরামর্শঃ আপনি যদি এ বছর হজ্জে যেতে চান তাহলে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাক-নিবন্ধন ফি ৩০৭৫২/- টাকা সহকারে শুধু আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নম্বর অফিসে জমা দিয়ে আমাদের মাধ্যমে প্রাক-নিবন্ধন করে রাখুন। কেননা পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও হজ্জের প্রাক-নিবন্ধন না করে রাখলে যথাসময়ে হজ্জে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে এবং অনেক বিড়ম্বনার শিকার হতে হয়।